বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
The Daily Post

তেঁতুলিয়ায় কৃষি উপকরণ বিতরণ 

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি

তেঁতুলিয়ায় কৃষি উপকরণ বিতরণ 

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তার লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে আমন ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৪ জুন) উপজেলার কৃষি অফিস চত্বরে এই প্রণোদানার কৃষি উপকরণ কৃষকদের মধ্যে বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দীন খান, উপজেলা কৃষি অফিসার তামান্না ফেরদৌস, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার আব্দুল মোতালেবসহ প্রমুখ।
  
উপজেলা কৃষি অফিসার তামান্না ফেরদৌস বলেন, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে ২০২৩-২৪ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ /২০২৪-২৫ মৌসুমে আমন ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রত্যেক কৃষকদের মধ্যে আমন বীজ ৫ কেজি, ডিএপি সার ১০ কেজি ও এমওপি সার ১০ কেজি বিনামূল্যে প্রদান করা হয়। 

উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দীন খান বলেন, সরকার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনামূল্য সার ও কীটনাশক বিতরণ করছে। অনেকে এই বীজ রোপণ করেন না। যারা বীজ ও সার পাবেন পরবর্তীতে তারা সেটি রোপণ করেছি কি না তা যাচাই করা হবে।

টিএইচ